কেন তামান্নাকে বাদ দেন ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আইটেম গান

আইকনিক ড্যান্স নাম্বারের সমার্থক হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘স্ত্রী টু’ সিনেমায় ‘আজ কি রাত’, শাহরুখ খানপুত্র আরিয়ান খানের ‘দ্য বা***ডস অব বলিউড’ ওয়েব সিরিজে ‘ঘফুর’ শিরোনামের গানে তার নাচের হিল্লোল কেউই ভোলেননি। বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারাত’ গানেও তামান্নাকে নেওয়ার কথা ছিল; সর্বশেষ তা হয়নি। ‘ধুরন্ধর’ সিনেমার কোরিওগ্রাফি করেছেন বিজয় গাঙ্গুলি। ‘শরারাত’ আইটেম গানে তামান্না ভাটিয়াকে নেওয়ার প্রস্তাব দেন বিজয়। কিন্তু তা প্রত্যাখ্যান করেন পরিচালক আদিত্য ধর। পরে গানটিতে নেওয়া হয় অভিনেত্রী আয়েশা খান ও ক্রিস্টল ডি’সুজাকে। পরিচালক কেন তামান্নাকে বাদ দিলেন তা নিয়ে কথা বলেছেন বিজয় গাঙ্গুলি। ফিল্মি জ্ঞানকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় গাঙ্গুলি বলেন, “দুজন মেয়েকে (অভিনেত্রী) চূড়ান্ত করার জন্য অডিশন নেওয়ার ফলে অনেক অপশন তৈরি হয়েছিল। এরপর জানতে চাওয়া হয়, তামান্না ভাটিয়ার নাম ভেবেছিলেন কি না? জবাবে বিজয় গাঙ্গুলি বলেন, “আমার মাথায় তিনি (তামান্না) ছিলেন। আমি তার নাম প্রস্তাব করেছিলাম। কিন্তু আদিত্য স্যার এ বিষয়ে খুব পরিষ্কার সিদ্ধান্তে ছিলেন। তিনি গানটি এমনভাবে তৈরি করতে চাননি যাকে মানুষ ‘আইটেম সং’ বলেন; যা গল্প থেকে আলাদা হয়ে যায়।

‘শরারাত’ গানে একদল নৃত্যশিল্পী পারফর্ম করেন। এ বিষয়ে বিজয় বলেন, “গানে যদি শুধু একজন মেয়ে থাকতেন, তাহলে পুরো মনোযোগ গল্প থেকে সরে যেত। এ কারণে এখানে একজন নয়, দু’জন মেয়ে আছেন। সব আলোচনার কেন্দ্রবিন্দু কোনো একজন মানুষকে নিয়ে হোক, তা আদিত্য স্যার চাননি। তামান্না যদি থাকতেন, তাহলে আলোচনা তাকে নিয়েই হতো, গল্প নিয়ে নয়। খানিকটা ব্যাখ্যা করে বিজয় গাঙ্গুলি বলেন, “রণবীর সিং ও সারা অর্জুনের বিয়ের রিসেপশনের দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে নাচের বাইরেও অনেক কিছু ঘটছিল। আদিত্য গল্প থেকে এক মুহূর্তের জন্যও সরে যেতে চাননি। তাই ‘শরারাত’ গানটিকে ‘জাস্ট আ কাট-টু সং’ হিসেবে ব্যবহার করা হয়েছে। ‘শরারাত’ গানটি মুক্তির পর দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ১১ দিনে ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি। আর ‘ধুরন্ধর’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার চারটি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো ‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’। তাছাড়া নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।