কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় বরণ
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন- কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিনা শিরিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নূহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, শিক্ষক তরিকুল আলম, সমাজসেবক মনিমুল হক।