Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

কৃষক ও মিল মালিকদের থেকে ধান-চাল কিনবে সরকার

আগামীতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান এবং মিল মালিকদের  থেকে সরকার চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ দুপুরে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে (আইইবি) বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ধান কেনার সময় কোনো মধ্যসত্ত্বভোগী থাকবে না। যাদের কাছ থেকে ধান কেনা হবে প্রতিটি গোডাউনে কৃষকদের নামের তালিকার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টও থাকবে। চেকের মাধ্যমে ধানের মূল্য পরিশোধ করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, গত বছর সরকার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান কিনেছিল। এবারও সরকার তাদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী বলেন, ধান সংগ্রহের সময় মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা দুর্নীতি করেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের অঙ্গীকার।

Exit mobile version