কিরণগঞ্জে অস্ত্র ও শিয়ালমারায় ফেনসিডিল উদ্ধার বিজিবির

96

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বিদেশী পিস্তল, গুলি এবং ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। অপর দিকে শিয়ালমারা সীমান্ত এলাকায় ফেনসিডিল উদ্ধার করা হয়। পৃথক অভিযানে ৫৯ বিজিবির জওয়ানরা এই অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৪ জানুয়ারি রাত ১২টার দিকে অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে¡ একটি বিশেষ টহল দল কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিগঞ্জ বৌবাজারে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় শিয়ালমারা বিওপির হাবিলদার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে টহল দল বালিয়াদিঘী কলোনিপাড়া নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।