কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৭

রাশিয়া শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার জানিয়েছেন, হামলার সময় শহরের মানুষকে ‘আশ্রয়কেন্দ্রে থাকার’ জন্য সতর্ক করা হয়েছিল।
মেয়র ক্লিটসকো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়েছে, যার ফলে কয়েকটি তলায় আগুন লেগে যায়। একই জেলার নয়তলা বিশিষ্ট আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই ভবন থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনেও ড্রোনের টুকরো পড়েছে এবং অ্যাপার্টমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, কিয়েভে রাশিয়ার অন্যান্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হয়েছে।
খবর: এএফপি