কিডস ভ্যালি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায় অবস্থিত কিডস ভ্যালি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মহিবুর রহমান কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, বিশিষ্ট চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, এলজিইডি’র সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাংবাদিক মিজানুর রহমান কুটু। এছাড়াও উপস্থিত ছিলেন- বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, ওবায়দুল হক, শামসুল হুদা সনি, প্রধান শিক্ষক জালাল উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলটির শিক্ষিকা সুফিয়া। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১১টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা।