কিছুই শেষ হয়নি কোয়ার্টার-ফাইনালের : রাকিতিচ

167

প্রথম লেগে রোমার বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার এখনও অনেক কাজ করার আছে জানিয়েছেন দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ। নিজেদের মাঠে বুধবার রাতে ইটালিয়ান ক্লাবটির দুই আত্মঘাতী গোলে ৪-১ গোলের বড় জয় পায় বার্সেলোনা। দলটির অপর দুই গোল জেরার্দ পিকে ও লুইস সুয়ারেসের। রোমার মাঠে আগামি মঙ্গলবার হবে ফিরতি লেগ। প্রথম লেগ শেষে বার্সেলোনা তিন গোলে এগিয়ে থাকলেও রোমার সম্ভাবনা শেষ মানতে নারাজ রাকতিচ। “কোনো কিছুই শেষ হয়ে যায়নি। আমরা জানি, ইতালিতে অনেক চাপ থাকবে।”
“আমাদের প্রস্তুত হতে হবে। প্রথম ম্যাচটা আমাদের ভুলে যেতে হবে এবং আজকের মতোই খেলতে হবে- সম্ভব হলে, এর চেয়ে ভালো খেলতে হবে। আমরা সেমি-ফাইনালে যেতে চাই।” কাম্প নউয়ে রোমার বিপক্ষে খুব একটা নজরকাড়া ছিল না বার্সেলোনার খেলা। পুরোটা সময়েই লিওনেল মেসি, লুইস সুয়ারেসদের চাপে রাখে অতিথি দল। প্রতিপক্ষের এমন খেলায় বিস্মিত হচ্ছেন না রাকিতিচ।
“আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে। তাই আমাদেরকে বড় দলগুলোর বিপক্ষে খেলতে হবে- রোমা বড় দলগুলোর একটি।”
“এটা স্বাভাবিক যে, তারা সুযোগ পাবে। কিছু জায়গা আছে যেখানে আমাদের ভালো করতে হবে। জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”