কাশ্মীরে লস্কর ই তৈয়বার তিন বিচ্ছিন্নতাবাদী নিহত

578

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর ই তৈয়াবার তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালের এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সেনাও আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে উত্তর কাশ্মীরের অমরগড় এলাকায় তল্লাশি অভিযান চালাকালে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। বার্তা সংস্থা আইএএনএসকে পুলিশের মুখপাত্র মনোজ প-িত জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ জওয়ানদের সঙ্গে গোলাগুলিতে সোপোরের অমরগড় এলাকায় তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। নিহতদের কাছ থেকে তিনটি রাইফেল ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি। নিহতদের শনাক্ত করে সঠিক পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি গোলাগুলিতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।