কাশিয়াডাঙ্গায় র্যাবের অভিযানে, ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় র্যাব-৫ এর অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্না সাকুর মোড়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ লাল্টু আলী ও শাকিবুল ইসলাম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।