কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। উপদেষ্টা বলেন, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, সেজন্য আপনাদের সঙ্গে কথা বলা। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার আজকে শেষ দিন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাও করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। সে কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। তিনি বলেন, সচিবালয়ে এর আগে বিভিন্ন সময়ে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমরা দীর্ঘমেয়াদী হিসেবে সামনের দিনগুলোর জন্য ভাবছি। বিগত সময়গুলোতে আমাদের প্রায় তিন হাজারের বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। আপনারা এটাও ভালো করে জানেন যে এই তিন হাজার সবাই কিন্তু সাংবাদিক নন। বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে এখানে সচিবালায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনঃমূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক অস্থায়ী পাস আগামীকালকে থেকে দেওয়া হবে। এজন্য আমরা সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে বসব। বর্তমানে যে পাসগুলো আছে সেগুলো বাতিল হয়ে যাবে কি না- প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, জ্বি। তিন হাজারের বেশি এক কার্ড আমরা রাখতে পারব না। বেশির ভাগই ভুয়া। আমরা কাল পরশু থেকে আবেদন নেওয়া শুরু করব। এর আগে সচিবালার বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামীকাল থেকে নিয়মিত কাজ করা সাংবাদিকরা তালিকা অনুযায়ী প্রবেশ করতে পারবেন। বিএসআরএফ সভাপতি ফসীহ উদ্দিন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ নেতারা বৈঠকে অংশ নেন। গত বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে।