কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ  রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্ভাষণের আয়োজন করা হয়। একাডেমির সুহৃদ-স্বজন ও প্রশিক্ষক-শিল্পীরা এর আয়োজন করে।
সম্ভাষণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন। অনুভূতি ব্যক্ত করেন- চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরা নানাখ্যাত মাহবুব আলম, সংগীত প্রশিক্ষক আলাউদ্দিন, জেলা চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, কবি ও কথাকার আনিফ রুবেদ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ বিশিষ্টজনরা। সঞ্চালনা করেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে ফারুকুর রহমান ফয়সলকে বিদায় সংবর্ধনা দেয়- চাঁপাই গম্ভীরা, মহানন্দা সংগীত নিকেতন, একতারা শিল্পী গোষ্ঠী, আধুনিক আলকাপ দল, মহানন্দা ঝা-ী দল, চাঁপাই লগড়্যা গম্ভীরা, চাঁপাই নকশী গম্ভীরা, সারেগা সংগীত নিকেতন, হৃথিবী রথ, ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিসহ আরো অনেকেই।