Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

কাপড়ে দাগ লাগলে যা করবেন!

আমাদের অসতর্কতার ফলে প্রায়ই কাপড়ে দাগ পড়ে। আর এগুলো তুলতে রীতিমত যুদ্ধ করতে হয়। নিয়ম জানা থাকলে এই কঠিন সমস্যারও কিন্তু সহজ সমাধান রয়েছে। যেমন :
* কাপড়ে চা ও কফির টাটকা দাগ লাগলে কুসুম কুসুম গরম পানি ও বোরিক পাউডারের মিশ্রণে ডুবিয়ে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* সিল্ক অথবা শিফন শাড়িতে যদি মাংস, মাছ বা তরকারির ঝোল লাগে তবে দাগলাগা অংশের নিচে একটা ব্লটিং পেপার ধরুন ও দাগের ওপরে ট্যালকম পাউডার ছড়িয়ে পরিষ্কার রুমাল দিয়ে ঘষতে থাকুন।
* রঙিন জামা কাপড় থেকে ফলের রসের দাগ তুলতে প্রথমে কাপড়টা অ্যামোনিয়া এবং পরে পেট্রোলে ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের রঙের কোনো ক্ষতি হবে না।
* পানের দাগ লাগলে সেই অংশে লেবু অথবা দই লাগিয়ে দিলে দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসবে।
* বল পয়েন্টের দাগ লাগলে জামার যেখানে দাগ লেগেছে সেখানে তুলোয় করে মিথিলেটেড স্পিরিট নিয়ে ঘষে নিয়ে ঠা-া পানিতে ধুয়ে ফেলুন।
* সাদা কাপড় ব্যবহার করতে করতে হলদেটে হয়ে গেলে গরম পানিতে সাবান গুলিয়ে ফুটিয়ে নিন। এরপর নীল দিয়ে রোদে শুকিয়ে নিন।
* রঙিন কাপড় কাচার আগে পানিতে লবণ মিশিয়ে কাপড় ভেজাবেন। এতে করে রঙ ওঠার ভয় থাকবে না।
* খুব ঘাম যাদের হয় তাদের পোশাক কাচার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিন। তারপরে ডিটারজেন্টে ভেজাবেন।

Exit mobile version