কানাডায় বিমানবন্দরে প্রচন্ড ঠান্ডায় বেসামাল পরিস্থিতি

221

কানাডার প্রধান বিমানবন্দগুলোতে সোমবার তুষারপাত, বরফ অপসারণে ধীরগতি ও বেশ কয়েকজন ত্রুু নিখোঁজ হওয়ায় বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে দেশটির সবচেয়ে বড় নগরী টরেন্টোতে কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি বড় অঞ্চল ভারী তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচ- ঠান্ডা পড়েছে। খবর এএফপি’র।
নববর্ষের প্রথম ক্ষণ থেকেই এয়ার কানাডা ছুটির সময়টিতে ভ্রমণ এলোমেলো হতে পারে বলে সতর্ক করেছিল। তাদের পক্ষ থেকে টরেন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছিল। কোম্পানিটি সাধারণত বিনামূল্যে যে টিকিট পরিবর্তনের সুযোগ রাখে এ বছর তা রাখেনি। বিমানবন্দরের ওয়েবসাইটের ডাটাবেইজ অনুযায়ী, দিনটিতে বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘন্টা বিলম্বিত হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরেন্টো বিমানবন্দরে প্রায় ৫শ’ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।