কানাডার লিগে ডাক পেলেন আফিফ

83
কানাডার লিগে ডাক পেলেন আফিফ

কানাডায় শুরু হয়েছে গ্লোবাল টি-২০ লিগের আসর। যেখানে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে খেলছেন সাকিব আল হাসান। আর সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন লিটন দাস। এবার লিগটিতে লিটনের দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। চলমান আসরে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে সারে জাগুয়ারস। এরমধ্যে দুটি ম্যাচে জয় ও একটিতে হেরেছে দলটি। অন্য একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। এতে ৫ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। এদিকে আফিফকে নিয়ে মোট ৭ বাংলাদেশি ক্রিকেটার ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। সাকিব মন্ট্রিয়েলের পর লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন। লিটন সারে জাগুয়ারস, জিম আফ্রো টি-১০ লিগে লিগে মুশফিকুর রহিম জোহানেসবার্গ বাফেলজ ও তাসকিন আহমেদ বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন। এছাড়া এলপিএলে শরিফুল ইসলাম কলম্বো স্ট্রাইকার্স, তাওহীদ হৃদয় জাফনা কিংস ও মোহাম্মদ মিঠুন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে এলপিএলে মাঠ মাতাবেন। অন্যদিকে শ্রীলংকান লিগে ডাক পেলেও ইনজুরি শঙ্কায় তাসকিন আহমেদকে ছাড়পত্র দেয়নি বিসিবি।