কানাডার প্রধানমন্ত্রী পদে কার্নির শপথ শুক্রবার

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হওয়া মার্ক কার্নি আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর মাধ্যমে কানাডায় শেষ হতে চলেছে প্রায় এক দশক ধরে চলা জাস্টিন ট্রুডোর জমানা। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কানাডার গভর্নর জেনারেল ম্যারি সাইমনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং কানাডিয়ান মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রিডো হলের বলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হবেন। টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। একইসঙ্গে তিনি দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর গত ৯ মার্চ লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা নির্বাচিত করে। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের প্রধানই কানাডায় সরকারপ্রধান হয়ে থাকেন। সেই হিসাবে, মার্ক কার্নি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। কার্নি এমন এক সময়ে কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন দেশটি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর ভেতরেই আগামী ২০ অক্টোবরের মধ্যে কার্নিকে একটি সাধারণ নির্বাচনও আয়োজন করতে হবে।  কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া কার্নি ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপকে কানাডিয়ান কর্মী, পরিবার এবং ব্যবসার উপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন।