কানসাটে ৫৯ বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ৯টায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সংখ্যক মোবাইল সেট উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করা হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।