Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

কানসাটে গঙ্গস্নান উপলক্ষে চলছে সনাতন ধর্মাবলম্বীদের দশহারা মেলা

শিবগঞ্জ উপজেলার কানসাট গুজরঘাটে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা তথা গঙ্গস্নান দশহারা মেলা হয়েছে। আজ সূর্য উদয়ের আগ থেকে কানসাট পাগলা নদীর তীরে স্নানসিগ্ধে মেতে উঠে সনাতন ধমাবলম্বীরা। এর আগে গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে গঙ্গাস্নান উপলক্ষ্যে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের তীথি অস্থি-বিষর্জন দিতে এবং গঙ্গাদেবী কে পাওয়ায় আসায় কানসাটের এই পাগলা নদীর ঘাটে ছুটে আসেন। এ গঙ্গাঘাটটি দেশের সকল সনাতন ধর্মনুসারীদের একটি জাতীয় তীর্থভূমি। এখানে প্রতি বছর গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে সর্ববৃহত্ত গঙ্গস্নান অনুষ্ঠিত হয়। এব্যাপারে কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি শ্রী সুবোধ দত্ত জানান, এই পাগলা নদীর তীরে ¯œান করে নিজের জীবনে জমে থাকা পাপকে বিষর্জন করেন তারা। এছাড়া পূর্ব পুরুষের আমল হতে এখানে এ ¯œান মেলা হয়ে আসছে, যা ধরে রাখতে চান। তিনি আরও জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্নভাবে গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়েছে। এদিকে মেলা ও আশ্রম এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

Exit mobile version