কলকাতায় জিৎ ফারিয়া

213

বড়পর্দার চার্মিং লেডি নুসরাত ফারিয়া আবারো নতুন ছবি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। ছবির নাম ‘ইন্সপেক্টর নটি কে’। এ অভিনেত্রী বর্তমানে কলকাতায় রয়েছেন। কারণ গতকাল সেখানকার বেশকিছু প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি পেয়েছে। কলকাতা থেকে মুঠোফোনে এমনটিই জানিয়েছেন ফারিয়া। অশোক পাতি পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিৎ।
জিৎ’র সঙ্গে এর আগে ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন ফারিয়া। এটা তাদের অভিনীত তৃতীয় ছবি। এ ছবিটি কলকাতায় গতকাল মুক্তি পেলেও বাংলাদেশে পাবে আগামি ২৬শে জানুয়ারি। আর ছবির প্রচারণায় আগামি ২৪শে জানুয়ারি ঢাকায় আসবেন জিৎ। এমনটিই গতকাল জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ‘ইন্সপেক্টর নটি কে’ দারুণ গল্পের একটি ছবি। আর এ ছবির প্রচারণায় বর্তমানে কলকাতায় রয়েছেন ফারিয়া। ভারতে প্রচারণা শেষ করে জিৎ বাংলাদেশে আসবেন ২৪শে জানুয়ারি। এখানে এ ছবির প্রচারণার পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এ সময় ছবির নায়িকা ফারিয়াও উপস্থিত থাকবেন। ছবিটি ২৬শে জানুয়ারি আমরা ঢাকায় মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। ছবিটি নিয়ে সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, এটি এখনো সেন্সরে জমা হয়নি। এরমধ্যে সেন্সরে জমা হলে আমদানি-রপ্তানি নীতিমালায় এ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব(চলচ্চিত্র) শাহীন আরা বেগম বলেন, কয়েকদিন আগে এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে। সেখানে বাণিজ্য নীতিমালার আওতায় ভারতে একটি ছবি রপ্তানি করার বিপরীতে জাজ মাল্টিমিডিয়া একটি ছবি বাংলাদেশে আমদানি করতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। আমার কাছে এই মুহূর্তে ছবির নাম না থাকলেও ধারণা করছি সেই নিয়মে ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি আমদানি করার অনুমতি পেয়েছেন তারা। এদিকে জাজের কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, কিছুদিন আগে ভারতে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামের ছবিটি পাঠানো হয়। এরই বিপরীতে ঢাকায় আসছে নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। এ ছবির কাহিনীতে দেখা যাবে, ফারিয়া বাঙালি বংশোদ্ভূত ইটালিয়ান পুলিশ। আর জিৎ কলকাতা থেকে ইতালিতে গিয়েছেন। তিনি নিজেকে সবসময় ‘বেঙ্গল পুলিশ’ দাবি করেন। যদিও জিৎ তা নন। গত বছরের সেপ্টেম্বর মাসে ইতালি ও ভারতের বেশকিছু জায়গায় ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির দৃশ্যায়ন হয়েছে। এরইমধ্যে ছবির পোস্টারের প্রথম লুক ও গান প্রকাশ পাবার পর বেশ সাড়াও পেয়েছে ছবিটি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্মওয়ার্কের ব্যানারে ছবিটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ফারিয়া অভিনীত ‘আশিকী’, ‘বাদশা-দ্য ডন’, ‘হিরো ৪২০’, ‘ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ নামের ছবিগুলো দর্শকরা প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন।