করোনা প্রতিরোধে মডেল চাঁপাইনবাবগঞ্জ : জনপ্রশাসন পদক পাচ্ছেন চারজন

67

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মডেল হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। গত বছর ২০২১ সালে এ কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক) মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সবেক সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামকে যৌথভাবে জনপ্রশাসন পদকে ভূষিত করা হবে।
এদের মধ্যে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জাকিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সঙ্গে মুঠোফোনে লাউডস্পিকারে কথা বলেন এবং তাকে জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
অপরপ্রান্ত থেকে বর্তমান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জনপ্রশাসন পদক পাওয়ার স্বীকৃতিকে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর উদ্দেশে উৎসর্গ করে বলেনÑ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সাংবাদিক, সুশীল সমাজসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা প্রতিরোধ করতে পেরেছিলাম। তিনি জানান, আগামী ২৩ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেবেন। এরপরই তিনি চাঁপাইনবাবগঞ্জ সফর করবেন বলে জানান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।