করোনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে বাড়তি কথা না বলার পরামর্শ হাইকোর্টের

81

রোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা না বলতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বাড়তি কথায় জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন আদালত। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের ওপর শুনানিতে আজ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন বেঞ্চ এসব পরামর্শ দেন। সকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। করোনাভাইরাস শনাক্তের পর দেশে কেউ যেন মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জামের দাম বেশি না নিতে পারে এবং মজুদ করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনার পরমর্শ দেন আদালত।