Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

করোনায় মৃত্যু ১ লাখ ছোঁয়ার পথে ভারত

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জনের। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১০৯৫ জনের। খবর এনডিটিভির। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে বেড়ে গেছে মোট সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের। যে কোনও সময় এই সংখ্যাটা ১ লক্ষ ছুঁতে পারে।

তবে এরমধ্যেই দেশকে স্বাভাবিক রাখতে মরিয়া রয়েছে ভারতের কেন্দ্র সরকার। বুধবার আনলক ৫.০ পর্যায়ের জন্য এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইন মোতাবেক ১৫ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিভিন্ন সিনেমা হল ও এনটারটেনমেন্ট পার্ক। তবে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক থাকতে পারবে বলে জানানো হয়েছে।

Exit mobile version