করোনার প্রভাবে সৌদি আরবে বাড়ছে ভ্যাট, ভাতা স্থগিত

62

করোনাভাইরাস মহামারীর কারণে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিসিবির প্রতিবেদনে বলা হয়, সৌদিতে চলতি বছরের ১ জুলাই মাস থেকে ৩ গুণ বাড়ছে ভ্যাট। ভ্যাটের পরিমাণ বেড়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে দেশটিকে ভ্যাট প্রথা চালু হয়। আগামী জুন থেকে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, তেলের দাম কমায় ও মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে টেনে তোলার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।