করোনার উপসর্গে রাজশাহীতে ৫ জনের মৃত্যু

188

রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাদের মৃত্যু হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া পাঁচজনের করোনার উপসর্গ ছিল। এদের মধ্যে দুইজন মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আর একজন করে মারা গেছেন হাসপাতালের ২৫, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে। করোনা রোগীদের ওয়ার্ড তিনটিতে রাখা হয়।

ডা. সাইফুল ফেরদৌস জানান, এ পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে। পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর মরদেহ স্বাস্থ্যবিধি মেনেই দাফন করতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে করোনার উপসর্গে এই হাসপাতালে তিনজন মারা যান। বুধবার রাতে মারা যান পাঁচজন। গত সোমবার ও মঙ্গলবার দুইদিনে করোনা পজিটিভ তিনজন মারা যান।

শনিবার রামেক হাসপাতালে ৫৪ জন করোনা রোগী ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে ছিলেন আরও ৩৭ জন। করোনা পজিটিভ ছয়জনকে রাখা হয়েছে আইসিইউতে। এছাড়া উপসর্গ নিয়েও তিনজন আইসিইউতে আছেন।