কমিউনিটি রেডিও তথ্য অধিকার এ্যাওয়ার্ড-২০১৭তে ৩য় রেডিও মহানন্দার সহকারী প্রযোজক অনুষ্ঠান ও খবর নাঈম ইসলাম জয়

463

 

কমিউনিটি রেডিও তথ্য অধিকার এ্যাওয়ার্ড-২০১৭তে অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে ৩য় পুরস্কার পেলেন রেডিও মহানন্দার অনুষ্ঠান ও খবরের সহকারী প্রযোজক নয়ন আলী। আজ বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি রেডিও তথ্য অধিকার এ্যাওয়ার্ড প্রতিযোগীতায় দেশের ১৭টি কমিউনিটি রেডিও অংশগ্রহণ করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রেডরিখ নর্মান ফাউন্ডেশন ফর ফ্রিডম-বাংলাদেশ প্রতিনিধি ড. মজুমুল হোসেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুসন্ধানী রেডিও রিপোর্টিং ও রেডিও ম্যাগাজিন এই দুই বিভাগে পুরস্কার প্রদান করা হয়। অনুসন্ধানী রেডিও রিপোর্টিং-এ পুরস্কার বিজয়ীরা হলেন- ১ম রেডিও সারাবেলার প্রযোজক ফারহাদ হোসেন, ২য় রেডিও লোকবেতারের অনুষ্ঠান প্রযোজক আবিদা সুলতানা ও ৩য় রেডিও মহানন্দার অনুষ্ঠান ও খবরের সহকারী প্রযোজক নয়ন আলী। পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও চেক প্রদান করা হয়েছে। এদিকে, ম্যাগাজিন অনুষ্ঠানে ১ম হয়েছেন রেডিও বরেন্দ্রর কর্মসূচি প্রযোজক নাজনীন নাহের, দ্বিতীয় রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন এবং রেডিও চিলমারীর স্টেশন ইন-চার্জ বশির আহমেদ।