কমলো এলপি গ্যাসের দাম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের থেকে ২৮ টাকা কমেছে। আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।