‘কফি উইথ করণে’ কোহলিকে কখনো আমন্ত্রণ জানাননি করণ

ভারতের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’–এ কেন কখনো দেখা যায়নি দেশের অন্যতম বড় ক্রীড়া তারকা বিরাট কোহলিকে, এ নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল। অবশেষে সেই রহস্যের জট খুললেন শো-এর হোস্ট ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।
সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে করণ জানান, ২০১৯ সালে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর তিনি আর কোনো ক্রিকেটারকে শোতে আমন্ত্রণ জানানোর ঝুঁকি নেননি। আর সেই কারণেই বিরাট কোহলিকেও কখনো ডাকেননি।
২০১৯ সালের সেই পর্বে হার্দিক ও রাহুল কয়েকটি অশালীন ও নারী-বিদ্বেষী মন্তব্য করেন, যা মুহূর্তেই চরম সমালোচনার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া, জনমতের চাপ, এমনকি বিসিসিআইয়ের শাস্তিমূলক ব্যবস্থায় দুই ক্রিকেটারই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। পরে ক্ষমা চাইতে বাধ্য হন তারা, আর পর্বটি সরিয়ে দেওয়া হয় ডিজনি+ হটস্টার থেকে।
ওই ঘটনার দায় নিজের ওপর নিয়েই করণ বলেন, ‘আমি বিরাটকে কখনো আমন্ত্রণ জানাইনি।
হার্দিক+রাহুলের ঘটনার পর আমি আর কোনো ক্রিকেটারকে ডাকতে চাইনি। অনেকেই আছেন, যাদের আসার সম্ভাবনাই ছিল না, তাই কখনো চেষ্টা করিনি।’
সানিয়ার সঙ্গে আলাপচারিতায় করণ আরো জানান যে, ২০১৯ সালের ঘটনার পর তিনি ব্যক্তিগতভাবে খুবই আঘাত পেয়েছিলেন। তার ভাষায়, ‘আমার সত্যিই খারাপ লেগেছিল।
ওরা যা বলেছিল, সেটা যে এত বড় বিতর্কে রূপ নেবে, তা আমি ভাবিনি। শো হোস্ট করার দায়বদ্ধতা সম্পর্কে তখনই বড় শিক্ষা মিলেছে।’