কথা রাখলেন না সংগীত শিল্পী সুবীর নন্দী

174

দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখল না- গানের এই লাইনটির মতকথা রাখলেন না সংগীত শিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর সাড়ে ৪ টায় মারা যান। শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান। শিল্পী সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। গত ৩০ এপ্রিল শিল্পীকে সিংগাপুরে নিয়ে যাওয়া হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দীর অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিল্পীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১২ এপ্রিল সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। ট্রেন থেকে নামিয়ে তাকে দ্রæত ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনিত হলে শিল্পীকে আইসিইউতে রাখা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। শিল্পী সুবীর নন্দী আধুনিক গানসহ বিভিন্ন ঘরানার আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। এদিকে, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পীকারসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।