Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

কঙ্গোতে নৌকাডুবিতে ৩০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমে লেক মাই এনদোম্বিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। শনিবার মাই-এনদোম্বো প্রদেশের রাজধানী ইনোঙ্গো থেকে যাত্রীরা বোলিওয়াঙ্গাতে যাচ্ছিল। নৌযানটিতে চার শতাধিক যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এদের মধ্যে ১৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শতাধিক। গত মাসে লেক কিভুতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়েছিল। ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হয়, নৌযান দুটিতে অতিরিক্ত যাত্রী ছিল। ওই ঘটনার পর প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদি নৌ পারপারের সময় যাত্রীদের বাধ্যতামুলকভাবে লাইফ জ্যাকেট পরার নির্দেশ দেন। প্রসঙ্গত, কঙ্গোর সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই বাজে। এখনো দেশটির অনেক এলাকায় বিমান কিংবা নৌযান ছাড়া যাতায়াত সম্ভব নয়।

Exit mobile version