Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ওয়ার্ডপ্যাড উইন্ডোজে থাকছে না

মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু আসলে নোটবুক অ্যাপটি এতদিন উইন্ডোজে টিকে যাওয়ার বিষয়টি অদ্ভুতই বটে। প্রায় ৩০ বছর আগে উইন্ডোজ ৯৫-এ ওয়ার্ডপ্যাড ছিল। উইন্ডোজ ইলেভেনে আর এটি অটোম্যাটিক্যালি থাকবে না। সম্প্রতি ক্যানারি চ্যানেলে ২৬০২০ উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিউতে এই নতুন সংস্কার হয়েছে। ওয়ার্ডপ্যাড বহুদিন ধরেই পূর্ণ ওয়ার্ড ও নোটপ্যাডের মাঝামাঝি সংস্করণ হিসেবে ছিল। ওয়ার্ডে বিভিন্ন ধরনের টেক্সট ফাইল করা গেলেও নোটপ্যাড প্লেইন টেক্সট ফাইল তৈরি করে। মাইক্রোসফটের কাছে অপশন থাকায় ওয়ার্ডপ্যাড ডেভেলপ করার মধ্যে কোনো ধরনের আগ্রহ দেখায়নি। মাইক্রোসফটের ভাবনা এখানে স্পষ্ট। সোজাসাপ্টা ফাইলের জন্য নোটপ্যাড। আর অ্যাডভান্স কিছু চাইলে তো অফিস স্যুট আছেই। মাঝখানে থেকেই বাদ পড়লো ওয়ার্ডপ্যাড।

Exit mobile version