শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন করেছে।
এছাড়াও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে চেকিং কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পুরো সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ওসমান শরীফ হাদীর ওপর হামলায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে জন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ও স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।