ওয়াসিম-শান্তের ব্যাটে রাজশাহীর সহজ জয়

বিপিএলের সপ্তম ম্যাচে অনায়াস জয় পেয়েছে রাজশাহী ওয়োরিয়র্স। রবিবার (১১ জানুয়ারি, ২০২৬) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য রাজশাহী ১৯.১ ওভারে পৌঁছে যায়। জয় এসেছে উদ্বোধনী ব্যাটসম্যান মুহাম্মদ ওয়াসিম ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে।

রান তাড়া শুরু করে মাত্র ১৩ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী, তানজিদ হাসান তামিম আউট হন। এরপর ওয়াসিম ও শান্ত ১৪২ রানের দৃঢ় জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। শান্ত ৪২ বল খেলে ৬টি চার ও ৪ ছক্কায় ৭৬ রান করে আউট হন। অপরদিকে ওয়াসিম ৫৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮৭ রানে দলের জয় নিশ্চিত করেন।

রংপুরের হয়ে আকিভ জাভেদ দুই উইকেট নেন, চার ওভারে খরচ করেন ৪৩ রান। মোস্তাফিজুর রহমান এক উইকেট নেন, ৪ ওভারে ৩৪ রান খরচ করেন। ম্যাচসেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত।

রংপুরের ব্যাটিংয়ে হৃতিক হৃদয় ৫৬ বল খেলে ৮টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন। মাত্র ৩ রানের ব্যবধানে তিনি নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি হাতছাড়া করেন। শেষ দিকে খুশদীলও ঝড় তোলেন, ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান যোগ করেন। লিটন দাস ১১ ও ইফতিখার আহমেদ ৮ রান করেন। এর ফলে রংপুরের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭৮ রান।

রাজশাহীর হয়ে বল হাতে তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জিমি নিসাম ও সন্দিপ লামিচানে একটি করে উইকেট নেন।

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর তৃতীয় স্থানে অবস্থান করছে।