ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মপরিকল্পনা বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী আিফসার তাছমিনা খাতুন। ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্পন ম-লের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপপরিচালক (প্রোগ্রাম কোয়ালিটি) করিম হাওলাদার, ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড মনিটরিং পার্টনারিং) চৌধুরী তাশফিক ই হাবিব, প্রোগ্রাম কোয়ালিটি জাহাবুল ইসলাম। ৩ দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু ও যুব ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন।