01713248557

sm@radiomahananda.fm

LIVE

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকালো আফগানিস্তান

টেস্ট ও টি-টোয়েন্টির ব্যর্থতার মধ্যেও ওয়ানডে ক্রিকেটে ভালো করার আশা ছিল বাংলাদেশের কাছে। কিন্তু সেটিও যেন ফিকে হয়ে আসছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারার পর সেটিই মনে হচ্ছে। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে! তাদের টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। যদিও রেটিং পয়েন্ট দুই দলেরই সমান ৮৫। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে। বাংলাদেশের পরে ১০ নম্বরে অবস্তান ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকায় শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৮। ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০৯।