Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু, দুবাই প্লাবিত

ওমানে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে, গতকাল বন্যার পানিতে ভেসে যাওয়া ৯ স্কুলছাত্রী এবং তাদের গাড়ির চালককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন আরো ৮ জন। ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, বন্যার পানির তোরে ভেসে যাওয়া কয়েকজনকে খুঁজছে উদ্ধারকারী দল। আলজাজিরার খবরে বলা হয়, কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাতে প্রধান প্রধান সড়ক প্লাবিত হয়েছে। এসময় প্রচ- বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। বিমানবন্দরের রানওয়ে এবং মেট্রোস্টেশনে ঢুকে পড়ে বন্যার পানি।

Exit mobile version