ওভারটাইমের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সাংবাদিক

240

সারা মাসে তিনি অফ ডে নিয়েছিলেন মাত্র দু’টি। বাকি দিনগুলোয় টানা কাজ করে যেতে হয়েছিল। সব মিলিয়ে মাসিক হিসেবে প্রায় ১৫৯ ঘণ্টা বাড়তি সময় কাটিয়েছিলেন কর্মক্ষেত্রে। যার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ দিতে হয়েছিল জাপানি তরুণীকে।
ঘটনা ২০১৩ সালের হলেও সম্প্রতি সেই খবর এসেছে প্রকাশ্যে। আরও একবার জাপানের কর্ম সংস্কৃতি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, ৩১ বছরের মিয়া সাদো টোকিও’র রাজনৈতিক সংবাদদাতা ছিলেন। তাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
মিয়ার মৃত্যুর ৪ বছর পরে এই ঘটনা প্রকাশ্যে এল। জাপানের লেবার ইন্সপেক্টর বিভিন্ন রিপোর্ট ভাল করে খুঁটিয়ে দেখে দাবি করেছেন মিয়াকে প্রাণ খোয়াতে হল কর্মক্ষেত্রে অতিরিক্ত ধকল নেওয়ার জন্যই।
জানা যাচ্ছে, ২০১৩ সালে টোকিওয় নির্বাচন ছিল। সেই কারণে কাজের বাড়তি চাপ পড়েছিল মিয়ার উপরে। নির্বাচনের তিন দিন আগে মারা যান তিনি।