ওপেক থেকে সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা কাতারের

193

বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে সদস্য পদ প্রত্যাহার করেছে কাতার। গ্যাস সমৃদ্ধ দেশটি ওপেক ত্যাগ করবে বলে জানিয়েছে। এর ফলে কাতারই হবে ওপেক থেকে প্রত্যাহারকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার পেট্রোলিয়ামের টুইটার পেজে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল কাবির বলেছেন, ‘কাতার তার প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও বৃদ্ধিতে মনোনিবেশ করতে চায় প্রত্যাহারের সিদ্ধান্ত সেই পরিকল্পনার প্রতিফলন ঘটিয়েছে।’ কাতার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক। তরল প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদার ৩০ শতাংশই সরবরাহ করে দেশটি। গত এক বছর ধরে প্রতিবেশী ও ওপেকের ডি ফ্যাক্টো নেতা সৌদি আরবের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে কাতার। অথর্নীতিকে সামাল দিতে গত বছরই গ্যাস উৎপাদন বাড়িয়ে দেয় দেশটি।