ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

143

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,কে,এম তাজকিরÑউজÑজামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, সিভিল সার্জন ডা: এস এফ এম খাইরুল আতাতুর্ক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুনজুরুল হুদা, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণ শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। সভায়, ঐতিহাসিক মুজিবনগর দিবস এর তাৎপর্য ও গুরুত্ব এবং আগামী ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে গৃহীত কার্যক্রম সম্বন্ধে আলোচনা করা হয়। এসময় সভাপতির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকিরÑউজÑজামান, ঐতিহাসিক মুজিবনগর দিবস এর তাৎপর্য বিস্তারে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন
ঐতিহাসিক মুজিবনগরের তাৎপর্য তুলে ধরে স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড় প্রকাশ করার জন্য স্থানীয় প্রেসক্লাবসমূহ, পত্রিকাসমূহের সম্পাদকবৃনএক এবং ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক গৃহীত কর্মসূচী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় যথাযথভাবে প্রচার করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। একইসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান মুজিবনগর দিবস এর তাৎপর্য তুলে তাদের মত করে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। আপনারা জানেন যে, জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযুদ্ধ গ্যালারি আছে, যেটা সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা দেখতে পাবেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে শুরু করে তার আগের যে পটভূমি, সেটা খুব সুন্দর করে সেখানে ব্যাখ্যা করা আছে। আমি অনুরোধ করবো যদি শিক্ষা প্রতিষ্ঠানে ছাড়া যারা নতুন প্রজন্ম তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক, মুজিবনগর দিব কে জানার জন্যে, জাতির পিতা বঙ্গবন্ধুকে জানার জন্যে আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা এই গ্যালারিটাকে দেখার জন্য ও পড়ার জন্য উৎসাহিত করবেন।