Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

এ সময়ে এলভিন

 ভালো গল্প পেলে তাসনোভা এলভিন তার সব ব্যস্ততাকে পেছনে ফেলে অভিনয়ের জন্যই শিডিউল দিচ্ছেন এখন। আর তাই সম্প্রতি প্রথম বিবাহবার্ষিকীতেও তাকে শুটিং করতে হয়েছে। সেদিন তিনি জাহিদ হাসানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘সেন্টিমেন্টাল সেলিম’-এর শুটিং করেন। এদিকে শিগগিরই ওয়াসীম সিতারের নির্দেশনায় অপূর্ব ও নাঈমের বিপরীতে ভিন্ন দুটি ঈদের নাটকের কাজ করবেন এ অভিনেত্রী। বর্তমানে তাসনোভা এলভিন ব্যস্ত রয়েছেন আদিবাসী মিজানের নির্দেশনায় ধারাবাহিক ‘মিস্টার টেনসন’, কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’, ইমেল হকের ‘ওয়েলকাম ক্লাব’-এ। এই ধারাবাহিকগুলো নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।
এছাড়া তিনি এস এ হক অলীক, নাজনীন হাসান চুমকী, মনিরুজ্জামান নির্দেশিত ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলো শিগগিরই প্রচারে আসবে। স্বাধীনতা দিবসে ইউটিউবে প্রকাশ হয়েছে তাসনোভা এলভিন অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তানিম রহমান অংশু পরিচালিত ‘নতুন দিনের যোদ্ধা’। গেল ভালোবাসা দিবসে এলভিন অভিনীত আশফাক নিপুণ পরিচালিত ‘ছুটির ঘণ্টা’, ইমরাউল রাফাত পরিচালিত ‘আমাদের ভালোবাসা’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘একটি ভালোবাসার অনুগল্প’তে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এলভিনের প্রবল আগ্রহ আছে চলচ্চিত্রে অভিনয় করার। এ প্রসঙ্গে তিনি বলেন, ভালো গল্প এবং চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে অবশ্যই করবো। তবে হ্যাঁ, এটাও বলে রাখা ভালো যে নিশ্চয়ই গুণী নির্মাতা হতে হবে। সুবর্ণা মুস্তাফা এবং জয়া আহসানই এলভিনের অভিনয়ে আসার অনুপ্রেরণা বলে জানান। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ ১৫তে পৌঁছেছিলেন তিনি। তাহের শিপনের নির্দেশনায় এলভিন প্রথম ‘ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো’ নামের একটি নাটকে অভিনয় করেন।

Exit mobile version