‘এ+’ গ্রেড হারাতে পারেন কোহলি-রোহিত
আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য সুখবরের পাশাপাশি রয়েছে কিছু চাঞ্চল্যকর দুঃসংবাদ। ৩৭ বছর বয়সী কোহলি দুই নম্বরে এবং ৩৮ বছর বয়সী রোহিত শর্মা শীর্ষে থাকা এই দুই অভিজ্ঞ ব্যাটার এখনও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন, তবে তাদের বেতন কমানোর সম্ভাবনা রয়েছে।
ভারতের দলে শুধু ওয়ানডেতে খেলছেন এই দুই সিনিয়র ক্রিকেটার। ২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে তারা ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-পরবর্তী অবসরের কারণে এবং এবার টেস্ট থেকে বিদায় নেয়ার পর সম্ভাবনা রয়েছে তাদের গ্রেড একটি ধাপ নেমে ‘এ’ ক্যাটাগরিতে চলে যাবে। এতে তাদের বার্ষিক বেতন বর্তমান ৭ কোটি রুপি থেকে কমে প্রায় ২ কোটি রুপি কমতে পারে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সভায় বেতন কাঠামার পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বেতন সংস্কার এবং বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্মের হালনাগাদ বিষয়গুলোও আলোচনা হবে।
বর্তমান সময়ে রোহিত-কোহলির পরে ভারতের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে উঠে আসছেন শুভমান গিল। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাও এ+ ক্যাটাগরিতে থাকবেন। গিল পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।