Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয় বলেছেন গণপূর্তমন্ত্রী

নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ভবন মালিককে এসটিপি (সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট) নিশ্চিত করার শর্ত যুক্তের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, এসটিপি ব্যতীত ভবনের নকশা অনুমোদন দেয়া উচিত নয়। কেননা আবর্জনাকে দূর করতে এটির কোনো বিকল্প নেই। ইতিমধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল সংস্থাসমূহকে ভবনের নকশা অনুমোদনের সময় এসটিপি স্থাপনের নির্দেশ দিয়েছি। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Exit mobile version