এশিয়া কাপে ভারতের নেতৃত্বে সূর্যকুমার

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অধিনায়ক হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব, সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। তবে দলে নেই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে দারুণ পারফর্ম করা পেসার মোহাম্মদ সিরাজ। যশপ্রীত বুমরাকে রাখা হয়েছে দলে। এশিয়া কাপে ৮ বারের শিরোপাজয়ী ভারত নিজেদের অভিযান শুরু করবে পাকিস্তানের বিপক্ষে, আগামী ১০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারত দলে জায়গা পেয়েছেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (ভাইস-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ সিভি ও জসপ্রিত বুমরাহ। আর স্ট্যান্ডবাই থাকছেন- প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল।