এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামী রবিবার
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের মূল্য রবিবার (২ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা দেওয়া হবে। সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করবে কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত বছরের ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।