এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

‘ঐতিহ্যের পথে, শুদ্ধতার টানে—চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আরো বৃহৎ পরিসরে যাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে এরফান ব্র্যান্ডের নতুন পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপের জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাহকদের জন্য উন্নত মান ও বিশুদ্ধ পণ্য সরবরাহের লক্ষ্যে এই শোরুমে বাছাইকৃত চিনি, গুড়া চাল ও বিভিন্ন প্রকার চাল, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, খিল সেমাই, নুডুলস, হট টমেটো সস, জুসি, পাউডার জুসি, মটর ভাজা, ডাল ভাজাসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন মানসম্মত কনজিউমার পণ্য পাওয়া যাবে।