এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষায় পাস ৬৬.৫৭ শতাংশ


সরকারি ও বেসরকারি এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট পাসের ৩৮ দশমিক ১৩ শতাংশ। আর নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।

আজ বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটএবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।’

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের ভর্তি পরীক্ষার ফলাফল অংশে এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ ভর্তি ফলাফল বা ‘লিংকে ক্লিক করে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।