এমবাপে ৭ গোল করতে পারতো

217

অলিম্পিক লিওঁর বিপক্ষে চার গোল করা কিলিয়ান এমবাপে লিগ ওয়ানের ম্যাচটিতে সাত গোল করতে পারতো বলে মনে করেন পিএসজি কোচ টমাস টুখেল। রোববার ঘরের মাঠে ম্যাচটি ৫-০ গোলে জিতে পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ১৩ মিনিটের মধ্যে চার গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপে। গত ৪৫ মৌসুমে লিগ ওয়ানের কোনো ম্যাচে ১৯ বছর ৯ মাস বয়সী এই ফরোয়ার্ডের চেয়ে কম সময়ে আর কেউই চার গোল করতে পারেনি। একই সময়ে প্রতিযোগিতায় এক ম্যাচে চার গোল করতে পারেনি এমবাপের চেয়ে কম বয়সী কেউ। ম্যাচের পর এমবাপেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা সাংবাদিকদের জানান টুখেল।
“লিওঁর বিপক্ষে ম্যাচে দলের জন্য সে কৌশলগত অনেক কাজ করেছিল এবং রক্ষণ সামলাতেও কাজ করেছিল। চার গোল দিয়ে সে তার পুরস্কার পেল। সে পাঁচ, ছয় বা সাতটা গোল করতে পারতো।” “আমি খুবই সন্তুষ্ট কারণ সে আত্মবিশ্বাস হারায়নি, সে দুর্দান্ত খেলেছে। নেইমারকে নিয়ে তারা সবসময় বিপজ্জনক ছিল।” এমবাপে-নেইমার জুটি সবচেয়ে সেরা কিনা এমন প্রশ্নের উত্তরে টুখেল বলেন, “হ্যাঁ, অন্যতম সেরা। কিন্তু এদিনসন কাভানি বা আনহেল দি মারিয়া বা অন্য খেলোয়াড়দের কথা ভুলবেন না।”