এমবাপে জিতলেন ‘গোল্ডেন বয়’

437

উসমান দেম্বেলে ও মার্কাস র‌্যাশফোর্ডকে হারিয়ে ২০১৭ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
গত মৌসুমে মোনাকোর লিগ ওয়ানের শিরোপা জয়ে বড় অবদান ছিল এমবাপের। চ্যাম্পিয়ন্স লিগে দলকে সেমি-ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ রাখেন তিনি।
এ মৌসুমে ধারে পিএসজিতে যোগ দিয়ে শুরু থেকে আলো ছড়াচ্ছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন ঠিকানার হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে চারটি গোল করেছেন ও সতীর্থদের দিয়ে পাঁচটি করিয়েছেন তিনি।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ পর্যায়ে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া বিষয়ক দৈনিক তুত্তোস্পোর্ট।
সাংবাদিকদের একটি প্যানেলের ভোটে এই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা গত শনিবার তিন জনে নামিয়ে আনা হয়। ওই তালিকায় অবশ্য এমবাপে ও দেম্বেলের সঙ্গে ছিল ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুসের নাম। কিন্তু সোমবার প্রকাশিত ফলে দেখা যায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসের (৭২) চেয়ে চার ভোট বেশি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের র‌্যাশফোর্ড।
পুরস্কারটি জেতা এমবাপে সর্বোচ্চ ২৯১ ভোট পেয়েছেন। আর দেম্বেলে পেয়েছেন ১৪৯ ভোট।