এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ছাড়

186

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়া হয়েছে। আজ অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষকরা ১০ মার্চ পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। এছাড়া অবসর ও কল্যাণ ফান্ডের জন্য মোট ৬ শতাংশ টাকা চাঁদা হিসেবে কর্তন করা হয়েছে বলেও জানা গেছে।