এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত

উননব্বই এর আহবানে মিলেছি আজ প্রাণের টানে এ স্লোগানকে সামনে রেখে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ সারাদিনব্যাপী পদ্মা ও মহানন্দা নদীতে এ নৌ ভ্রমণ করা হয়। এর পূর্বে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন এভারগ্রীণ-৮৯ এর প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম লুনা, সাধারণ সম্পাদক হামিদুর রহমান , কোষাধ্যক্ষ টুটুল, নাজমুল আহসান ননী, রফিকুল ইসলাম বাবু সহ অন্যরা। নৌ ভ্রমণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এভারগ্রীণ-৮৯ এর সদস্য মারুফুল হক মারুফ।