এবার হিমুর পরিচালনায় একসঙ্গে মিম-রাহুল

212

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’র ভোকাল রাহুল আনন্দের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আরিফুল আজম হিমু পরিচালিত ‘মোহমায়া’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে। একটি নারীমূর্তি তৈরিকে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়েছে। নাটকে রাহুল আনন্দ একজন ভাস্কর। অন্যদিকে মায়া নামের একটি নারী চরিত্রে অভিনয় করেছেন মিম। নাটকের লেখক ও পরিচালক আরিফুল আজম হিমু বলেন, ‘মোহমায়া আপাত দৃষ্টিতে সুরিয়ালিজম বা পরাবাস্তববাদ মনে হলেও একটা সময় দর্শক বুঝতে পারবে এটা ফ্যান্টাসি। আমরা যে ধরনের ফ্যামিলি ড্রামা দেখি সেরকম কিছু না। মিম ও রাহুল দা এই নাটকের মূল চরিত্র। নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ মজুমদার।’ ‘মোহমায়া’ নাটকের গল্প দর্শককে হতাশ করবে না জানিয়ে হিমু বলেন, ‘একটি মানুষ বাস্তবের চেয়ে ঊর্ধ্বে উঠে কী কী করতে পারে সেটা এই নাটকে দর্শক দেখতে পাবেন। এতে একজন শিল্পীর মনস্তত্ব, একজন নারী ও একজন গোয়ালার মনস্তত্ব আপনাকে ভাবাবে।’ আগামী ১৫ জুলাই রাত ১১টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে।