এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা
ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন। গত ডিসেম্বরের পর এই প্রথম বৈরুত থেকে ইসরায়েলের মেটুলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ মার্চ) লেবাননের দিক থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি রকেট সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বাকি দুটি লেবাননের ভেতরেই পড়ে গেছে। তবে রকেট হামলার জন্য হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেটুলায় রকেট হামলার পর আইডিএফ দক্ষিণ লেবাননের বিরুদ্ধে কামানের গোলাবর্ষণ করে জবাব দিচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, “আমরা লেবানন থেকে গ্যালিলি সম্প্রদায়ের ওপর গুলি চালাতে দিতে পারি না। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে হামলার জন্য দায়ী। আমি সেনাবাহিনীকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি। আইডিএফ আরো জানিয়েছে, একই দিনে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর বলছে, এই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে বলেছেন, তাদের গোষ্ঠী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে আগের মতোই সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ক্রমবর্ধমান সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, লেবানন ও ইয়েমেন থেকে আসা হামলা ইসরায়েল ও তার বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।